
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত
প্রথম টেস্টের হারকে সঙ্গী করে সিলেট থেকে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ফুরফুরা দেখা গেছে পুরো দলকে। সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ।
আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের জন্য স্বস্তির খবর এই ম্যাচ দিয়ে প্রায় এ বছর পর টেস্টে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সিলেট টেস্টের একাদশে থাকা পেসার শরিফুল ইসলামের পরিবর্তে হাসান মাহমুদকে অভিষেক করানো হয়েছে।
প্রথম টেস্ট হারের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে। নাজমুল হোসেন শান্তর দল কি পারবে এত বড় হারের ধকল সামলে ঘুরে দাঁড়াতে? তা তো সময়ই বলে দেবে।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।