Logo
×

Follow Us

ক্রিকেট

বল টেম্পারিংয়ের স্বীকৃতি দিচ্ছে আইসিসি!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৮:৪১

বল টেম্পারিংয়ের স্বীকৃতি দিচ্ছে আইসিসি!

বল টেম্পারিংয়ের স্বীকৃতি দিতে পারে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কারণ বলের সুইংয়ের জন্য মুখের থুথু ব্যবহার নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। তবে বর্তমানে মুখের থুথুর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ ছড়াতে পারে।

আইসিসির মেডিক্যাল কমিটি ইতোমধ্যে করোনার জন্য থুথু ব্যবহার করে বল পালিশ করাকে ঝুঁকি বলে অভিহিত করেছেন।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে খেলা গড়ালে বোলার-ফিল্ডাররা বলে মুখের থুতু ব্যবহার করতে চাইবেন না। তাই আম্পায়ারের তত্ত্বাবধানে কৃত্রিম কোনো পদার্থ দিয়ে বল পালিশ করাকে বৈধতা দেয়ার কথা ভাবছে আইসিসি।

একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আইসিসি জানায়, আম্পায়ারদের তত্ত্বাবধানে বৈধ কোনো পদার্থ দিয়ে বল পালিশ করার স্বীকৃতি দেয়ার কথা ভাবছে।

এখনকার আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলার সময় বলে কোনো পরিবর্তন করা যাবে না। এসময় বলে কোনো পরিবর্তন করা হয়েছে বলে আম্পায়ারদের সন্দেহ হলেই যেকোনো সময় তা পরীক্ষা করে দেখা হয়। যদি কোনো খেলোয়াড় তা করে থাকেন, তবে তাকে শাস্তির আওতায় আসতে হয়।

সর্বশেষ অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট বল বিকৃতি করায় বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড বলেন, আমার মনে হয় সাদা বল তবু ঠিক আছে। কিন্তু টেস্ট ক্রিকেট খুব কঠিন হয়ে উঠবে। যদি ৮০ ওভার পর্যন্ত বলের অবস্থা ঠিকঠাক না রাখা যায়, তবে বোলাররা সমস্যায় পড়বে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫