
সূর্যকুমার যাদব আর শিভাম দুবে বিপদে পড়তে দেননি দলকে। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে জিতেছে ভারত। টানা তৃতীয় জয়ে শীর্ষে থেকে সুপার এইটও নিশ্চিত হয়ে গেছে তাদের। সমান ম্যাচে ২ জয়ে 'এ' গ্রুপে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দেয়া ১১১ রানের টার্গেটে ব্যাট করতে এসে ১৫ রানের মধ্যে দলের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মাকে হারায় ভারত। কোহলি ফেরেন গোল্ডেন ডাকে (১ বলে ০), রোহিত করেন ৬ বলে ৩।
এরপর রিশাভ পন্থ ২০ বলে ১৮ করে আউট হন। তবে সূর্যকুমার যাদব আর শিভাম দুবে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি, জিতিয়েই মাঠ ছেড়েছেন। সূর্য ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ আর দুবে ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তুলেছিল ১১০ রান।