Logo
×

Follow Us

ক্রিকেট

ফলোঅনের পথে বাংলাদেশ

Icon

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫

ফলোঅনের পথে বাংলাদেশ

সাদমান ইসলাম। ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের বল চোখেই দেখছেন না বাংলাদেশের ব্যাটাররা। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ফলে ফলোঅনের শঙ্কায় রয়েছে টাইগাররা।

টেস্টের প্রথম দিন বৃষ্টির দাপট, দ্বিতীয় দিন পাকিস্তানি ব্যাটারদের ওপর ছড়ি ঘোরালেন বাংলাদেশের বোলাররা। সেই মোমেন্টাম ধরে রেখে তৃতীয় দিনের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্বটা ছিলো টাইগার ব্যাটারদের ওপর। আগের দিন শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিলো ১০ রান। আজ তার সঙ্গে কেবল ৪ রান যোগ হতেই ফিরলেন ওপেনার জাকির হাসান। আগে একবার লাইফ পেলেও সেটি তিনি কাজে লাগাতে পারলেন না।

এরপর যখন নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতের কথা, তখন আরেক ওপেনার সাদমান ইসলামও ফিরলেন পেছন দিয়ে স্টাম্প হারিয়ে। দুইজনকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই বোল্ড টাইগার অধিনায়ক শান্তও। তিনজনই উইকেট দিয়েছেন পাক পেসার খুররম শেহজাদকে। 

বিপর্যয়ের আরও বাকি, চার নম্বরে নামা মুমিনুল হক কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ দিয়েছেন মির হামজার বলে। ফুল লেংথে ফেলা সেই ডেলিভারিতে ফ্লিক শট খেলতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু মিড অনে সেটি ধরা পড়েছে মোহাম্মদ আলির হাতে। মুমিনুল ফিরলেন মাত্র ১ রানে। এ নিয়ে ১৪-২০ রানের ভেতরই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা। 

এরপর মীর হামজার বলে উইকেটের পিছনে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে মাত্র ৩ রান করে ফিরে যান গত টেস্টে ১৯১ করা মুশফিকুর রহিম। এর পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও। ১০ বলে মাত্র ২ রান করে ফেরেন তিনিও। বাংলাদেশ ২৬ রানে হারায় তাদের ৬ উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। বর্তমানে ব্যাটিংয়ে করছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। ১০ বলে ৯ রান করে মিরাজ ও ৩ বলে কোনো রান করে ক্রিজে আছেন লিটন কুমার দাস। ফলোঅন এড়ানোর জন্য এখনো ৯৮ রান প্রয়োজন টাইগারদের। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫