Logo
×

Follow Us

ক্রিকেট

স্বেচ্ছায় খারাপ খেলতেন পাকিস্তানি ক্রিকেটাররা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২০, ২১:৩৭

স্বেচ্ছায় খারাপ খেলতেন পাকিস্তানি ক্রিকেটাররা

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত দলের তালিকা করলে স্বভাবতই উপরের দিকে নাম থাকবে পাকিস্তানের। একের পর এক বিতর্কে জড়িয়ে শিরোনাম হয়েছেন দেশটির ক্রিকেটাররা। এবার নতুন অভিযোগের তীর দলটির দিকে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রানা নাভেদ-উল-হাসান দাবি করেছেন, ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইউনিস খানের অধিনায়কত্ব পাওয়ায় অসন্তুষ্ট হয়েছিলেন। এ জন্য দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইচ্ছাকৃতভাবে সেই সিরিজে খারাপ পারফরম্যান্স করেছিলেন।

পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় এ কথা জানান রানা। তিনি দাবি করেন, অধিনায়কের বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের এই ষড়যন্ত্রে তিনি জড়াতে চাননি, তাই পুরো সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

রানা নাভেদ বলেন, ‘২০০৯ সালে সংযুক্ত আরব-আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। কারণ কয়েকজন সিনিয়র ক্রিকেটার  চেয়েছিলেন যে, তারা ভালো খেলবেন না। ওই বছরই দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়নস ট্রফির পর কয়েকজন ক্রিকেটার এক সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং তারা প্রতিজ্ঞা করেছিলেন, ইউনিস খানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার। আমি চেয়েছিলাম, পুরো সফরে বাইরে থাকতে। আমি ইউনিসকে এটা জানিয়েছিলাম যে, কয়েকজন ক্রিকেটার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমি তাদের সঙ্গে যোগ দিই এটা তারা চাচ্ছে।’

তিনি বলেন, ‘ইউনিস খান অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন হয়েছিলো। কয়েকজন সিনিয়র ক্রিকেটার (তিনি নাম বলেননি) যারা অধিনায়কত্বটা সেই সময় চেয়েছিলেন তারাই ইউনিসের অধীনে খেলতে চাননি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে হেরে গিয়েছিলো। যদিও প্রথম ম্যাচ ১৩৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো পাকিস্তান। এরপর পরের দুই ম্যাচে ৬৪ ও ৭ রানে হেরেছিলো তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫