Logo
×

Follow Us

ক্রিকেট

পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার, আছেন সাকিব-মোস্তাফিজ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৪

পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার, আছেন সাকিব-মোস্তাফিজ

পিএসএল ট্রফি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড—টুর্নামেন্টের এই দুই শীর্ষ ক্যাটাগরিতে রাখা হয়েছে তাঁদের।

পিএসএলের ১০ম সংস্করণের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে আগামী এপ্রিলে শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তার আগে গতকাল পিএসএল ওয়েবসাইটে ছয় দলের রিটেনশন (ধরে রাখা) খেলোয়াড়ের পাশাপাশি প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করা হয়। 

সেই তালিকায় বাংলাদেশিদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। তাঁদের পাশাপাশি ড্রাফটে আছেন বিশ্বের বেশ কয়েকজন বড় ক্রিকেটারও।

এবারের পিএসএল হতে পারে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। তার আগে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। অংশ নেওয়া ছয় দল ড্রাফট থেকে বেছে নেবেন খেলোয়াড়।

ড্রাফটের জন্য এবার ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তার মধ্যে বাংলাদেশের ছিলেন ২৮ জন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫