ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আজ অনুশীলন সারেন বাংলাদেশের মেয়েরা। ছবি: বিসিবি
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। তবে কখনো খেলা হয়নি দ্বিপক্ষীয় সিরিজ। সেই অপেক্ষা ফুরোচ্ছে এই মাসেই। উইন্ডিজ মেয়েদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ জাহানারা আক্তার ও রিতু মনির। এই দুজন ছিলেন সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে। বাংলাদেশের নেতৃত্বে থাকবেন যথারীতি নিগার সুলতানা জ্যোতি। তাঁর সহকারী হিসেবে আছেন নাহিদা আক্তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একমাত্র ওয়ানডেটি খেলেছে ২০২২ সালে, মাউন্ট মঙ্গানুইয়ে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেই ম্যাচে জ্যোতিরা হেরেছিলেন ৪ রানে। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় প্রতিটিতে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তার মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে জ্যোতিদের খেলার অভিজ্ঞতা বলতে মাত্র এক ম্যাচ। ২০১৮ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে প্রভিডেন্সে বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ।
এবারের ঐতিহাসিক সফরে জ্যোতি-নাহিদারা খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তার জন্য ইতোমধ্যে প্রস্তুতিও নিচ্ছে বাংলাদশ দল। আগামী ১৩ জানুয়ারি সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জ্যোতিরা। ১৪ জানুয়ারি পৌঁছাবেন সেন্ট কিটসে। এখানের ওয়ার্নার পার্কেই দুই দল ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি ভোরে খেলবে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ।
তার আগে নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একই ভেন্যুতে ১৯, ২১ ও ২৪ হবে সিরিজের তিন ওয়ানডে। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে এই সিরিজের পয়েন্ট কাজে লাগবে দুই দলের।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।