
সীমান্তে ভারত-পাকিস্তানের উত্তেজনা তীব্র আকার ধারণ করায় সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে আইপিএল-২০২৫। অংশগ্রহণকারী খেলোয়াড়, স্টাফ, সম্প্রচারকর্মীসহ সবপক্ষের নিরাপত্তা বিবেচনায় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য নিশ্চিত করেছে।
বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিকল্প, বিশেষ করে ভেন্যু পরিবর্তনের বিষয়টি আলোচনায় এলেও শেষ পর্যন্ত আপাতত লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মশালায় বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই বিদেশি খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।
ধর্মশালায় থাকা খেলোয়াড়, কর্মকর্তা, ব্রডকাস্ট টিম ও অন্যান্য স্টাফদের দ্রুত দিল্লিতে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই স্থানান্তর কার্যক্রমে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। হোটেল থেকে তাদের বাসে তুলে নেওয়া হলেও ট্রেনে কোথা থেকে উঠতে হবে, সে বিষয়ে এখনও জানানো হয়নি।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, ‘‘পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এখনও সরকারের কাছ থেকে কোনো চূড়ান্ত নির্দেশনা পাইনি। আমরা সবদিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেব। অংশগ্রহণকারী সবাই যেন নিরাপদ থাকে, সেটাই আমাদের প্রধান বিবেচনা।’’
তিনি আরও বলেন, ‘‘সংশ্লিষ্টদের নিরাপদে স্থানান্তর ও লজিস্টিকসহ সব দিক মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
এই মুহূর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো কবে আবার শুরু হবে, তা নিশ্চিত করে কিছু বলা হয়নি। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সময়সূচি ঘোষণা করা হবে।
সীমান্ত উত্তেজনার কারণে ভারতে এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ কিংবা সিরিজে প্রভাব পড়েছে। তবে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট সাময়িক স্থগিত হওয়া বিরল ঘটনা।