
সৌদি প্রো লিগের ম্যাচে একাই ৪ গোল করেন সাদিও মানে।
সৌদি প্রো লিগে আল-আখদউদের বিপক্ষে খেলতে নামেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার অনুপস্থিতিও থামাতে পারেনি আল-নাসরকে। সোমবার রাতে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে দলটি।
দলের সবচেয়ে বড় তারকা রোনালদো চলতি মৌসুমে লিগে ২৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেও এ ম্যাচে ছিলেন বিশ্রামে। তবে সাবেক অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড জন দুরান করেছেন জোড়া গোল। আর সাবেক লিভারপুল তারকা সাদিও মানে একাই করেছেন চার গোল।
শেষ পাঁচ ম্যাচে মানের গোল সংখ্যা ৯টি। পুরো মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল, অ্যাসিস্ট ১০টি।
শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়ায় কোচ স্টেফানো পিওলি রোনালদোকে বিশ্রাম দেন। তারপরও ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নেয় আল-নাসর।
রোনালদোর সর্বশেষ লিগ শিরোপা আসে ২০১৯/২০ মৌসুমে, জুভেন্টাসের হয়ে। এরপর আর কোনো লিগ শিরোপা ছুঁতে পারেননি ৪০ বছর বয়সী এই তারকা। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে তার। তখনই বলেছিলেন— ‘‘স্বপ্নটা আরও অপেক্ষা করছে।