Logo
×

Follow Us

ক্রিকেট

আইপিএলের সময়ে ইংল্যান্ডের সূচি, ছয় খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:০৮

আইপিএলের সময়ে ইংল্যান্ডের সূচি, ছয় খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কা

ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: ফেসবুক/ইসিবি

ভারত-পাকিস্তান যুদ্ধ পিছিয়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিরাপত্তা শঙ্কায় মাঝপথে স্থগিত হয়ে যায় চলমান এই দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর। দেশে ফিরে যান অনেক বিদেশি ক্রিকেটার।

তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের জনজীবনে। একইদিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএলও। কিন্তু এখন দেখা দিয়েছে নতুন বিড়ম্বনা।

দেশে ফেরা বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অনেকে ফিরে খেলার অনীহা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে আইপিএল ও পিএসএল কর্তৃপক্ষকে নতুন কিছু ভাবতে হচ্ছে।

সেই ভাবনাটা বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের খেলোয়াড়েরা। পাঁচ ইংলিশ ক্রিকেটারকে বাকি ম্যাচগুলোর জন্য না পাওয়ার সম্ভাবনায় বেশি আইপিএলের।

এই মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজের জন্য মঙ্গলবার এই দুই সংস্করণের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইপিএলে খেলা পাঁচ খেলোয়াড় আছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে। তার মধ্যে জোফরা আর্চার রাজস্থান রয়্যালসে। চেন্নাই সুপার কিংসে আছেন জেমি ওভারটন। তবে এই দুই দলের গ্রুপ পর্বে ম্যাচ বাকি থাকলেও প্লে-অফে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে। যার কারণে, আর্চার ও ওভারটনের ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

জস বাটলার আছেন গুজরাট টাইটানসে। জ্যাকব বেথেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। উইল জ্যাকসের দল মুম্বাই ইন্ডিয়ানস। এই তিন দল আছে পয়েন্ট তালিকার শীর্ষ চারের মধ্যে। প্লে-অফ নিশ্চিত করলে তারা ইংল্যান্ডের এই তিন খেলোয়াড়কে পাবে তো? সেই প্রশ্নই দেখা দিয়েছে এখন।

যুদ্ধের কারণে গত ৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় আইপিএল। আগের দিন ধর্মশালায় মাঝপথে স্থগিত হওয়া ম্যাচটিসহ হিসেব করলে টুর্নামেন্টে বাকি আরও ১৭ ম্যাচ। স্থগিত থাকায় সূচিও পেছানো হয়েছে।

১৭ মে থেকে ছয়টি ভেন্যুতে পুনরায় মাঠে গড়াবে আইপিএল। একই দিনে শুরু হবে স্থগিত থাকা পিএসএলও। তবে আনুষ্ঠানিকভাবে ভেন্যুর নাম এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ফ্র্যাঞ্চাইজিতে ম্যাচ বাকি আটটি। ফাইনাল হবে ২৫ মে। আর আইপিএলের ফাইনাল হবে ৩ জুন।

আর এজবাস্টনে উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২৯ মে। পরের দুই ম্যাচ ১ ও ৩ জুন। ওয়ানডে সিরিজের সূচি ৬, ৮ ও ১০ জুন।

বাটলার, বেথেল ও জ্যাকস—তিন জন আছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলেও। জাতীয় দলের দায়িত্ব পালন করলে নিশ্চিতভাবে তাদের আইপিএল খেলতে ফেরা হবে না ভারতে। ফেরা হবে না ফিল সল্টেরও। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে থাকা এই উইকেটরক্ষকের আইপিএল দল বেঙ্গালুরু।

ইংলিশ খেলোয়াড়দেরে না পাওয়া নিয়ে অবশ্য কোনো অভিযোগ তোলারও সুযোগ নেই আইপিএল কর্তৃপক্ষের। কারণ, ইসিবি তাদের খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) দিয়েছে ২৫ মে পর্যন্ত। আগের সূচিতে সেদিনই যে ফাইনাল হওয়ার কথা। অবশ্য এ নিয়ে নতুন করে ভাববে জানিয়েছে ইসিবি।

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্রান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, ম্যাথু পটস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন, লিয়াম ডসেন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, ম্যাথু পটস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড।






Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫