
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই। তার নাম মোরসালিন বিন মুর্তজা।
আজ (মঙ্গলবার) মোরসালিন নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতিতে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।
তবে তিনি জানিয়েছেন, করোনার কিছু উপসর্গ থাকলেও সুস্থ আছেন।
এর আগে গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তারও কিছুদিন আগে মাশরাফির শাশুড়ি এবং স্ত্রী সুমনা হক সুমির এক বোনও করোনায় আক্রান্ত হন।