Logo
×

Follow Us

ক্রিকেট

মিরপুর স্টেডিয়ামে বুধবার পুনরায় শুরু ব্যক্তিগত অনুশীলন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৩

মিরপুর স্টেডিয়ামে বুধবার পুনরায় শুরু ব্যক্তিগত অনুশীলন

আবারো ব্যস্ত হচ্ছে রাজধানীর মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। আগামী বুধবার থেকে ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। 

বাংলাদেশ দলের তিনজন সাপোর্টিং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত কয়েকদিন হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলন স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড প্রাথমিকভাবে তিনদিনের জন্য অনুশীলন স্থগিত করলেও পরবর্তীতে তা আরো দুইদিন বাড়ানো হয়। সবকিছু ঠিক থাকলে বুধবার থেকে ক্রিকেটাররা আবার ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন।

বিসিবি ক্রিকেট অপারেসনশ কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, কয়েকজন সাপোর্টিং স্টাফের কভিড-১৯ শনাক্ত হওয়ার পর আমরা কয়েকদিনের জন্য অনুশীলন সুচি স্থগিত রেখেছিলাম। পরবর্তীতে সতর্কতা হিসেবে এটা বর্ধিত করা হয়।

তিনি আরো বলেন, আশা করছি বুধবার থেকে আমরা পুনরায় অনুশীলন সুচি শুরু করতে পারব। ক্রিকেটাররা তাদের মতো করে অনুশীলন করবে। আমরা ইতোমধ্যে ছোট ছোট দলে অনুশীলন শুরু করেছি ও অনুশীলনের মাত্রা পর্যায়ক্রমে বাড়ানো হবে। -বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫