Logo
×

Follow Us

ক্রিকেট

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ালেন সাকিব

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১০:৩৮

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ালেন সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান।

সব ধরনের ক্রিকেট থেকে আইসিসির দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার পর এক বিবৃতিতে সাকিবের সরে দাঁড়ানোর কথা জানায় এমসিসি।

আইসিসি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায়। দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। 

২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত হন সাকিব। এরপর সিডনি ও বেঙ্গালুরুতে হওয়া কমিটির সভায় যোগ দিয়েছিলেন। কিন্তু আইসিসির দুর্নীতি বিরোধী বিধিনিষেধ ভঙ্গ করায় এবার এই সদস্যপদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে।

ক্রিকেট সংস্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গঠিত ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বছরে দুইবার সভা করে। ক্রিকেটের উন্নয়নে কাজ করা এই সংস্থাটি স্বাধীনভাবে পরিচালিত হয়। আগামী মার্চে শ্রীলঙ্কায় এর পরবর্তী সভা হওয়ার কথা।

কমিটি থেকে সাকিবকে হারানোয় দুঃখপ্রকাশ করেছেন এই কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিং।

এমসিসির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে গ্যাটিং সাকিবের পদত্যাগের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এই কমিটি থেকে সাকিবকে হারানো সত্যি দুঃখজনক। গেল কবছর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিবের অনন্য অবদান ছিল। আমরা তাঁর পদত্যাগকে সমর্থন করি। মনে করি, এটিই সঠিক সিদ্ধান্ত ছিল।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫