
জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর কারণে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছেন দুই বছরের জন্য।
ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কাছে সাকিবের শাস্তিটা অনেক বেশি মনে হয়েছে। সাকিবের শাস্তি কমাতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
শর্ত সাপেক্ষে সাকিব ফিরতে পারবেন এক বছর পরই। কারণ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। যার মানে আইসিসির বিধিনিষেধ মেনে চললে পরের বছরের জন্য নিষেধাজ্ঞা থাকছে না তাঁর।
তবে সাকিবের অপরাধ অনুযায়ী শাস্তিটা ‘কঠোর’ হয়ে গেছে বলে মনে করেন রাহুল।
টুইটে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা কি কঠিন হয়ে গেল না? তিনি কি ফিক্সিংয়ে জড়িত ছিলেন? আমি মনে করি, তাঁর একটাই ভুল সে আইসিসি ও দুর্নীতি দমন কমিশনকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবটি জানায়নি। এ জন্য দুই বছরের শাস্তি অনেকটা কঠোর। আমি আশা করি, আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’