Logo
×

Follow Us

ক্রিকেট

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:০৫

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

সাকিব আল হাসান

এক দশকের বেশি সময় ধরে ভালো খেলে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা পেলেন আইসিসির দশক সেরা ওয়ানডে দলে। 

আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব এলিট এ দলে জায়গা পেয়েছেন। 

তিনজন ভারতীয়, দুইজন করে দক্ষিণ আফ্রিকান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন দশক সেরা ওয়ানডে দলে। এছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড থেকে আছেন একজন করে ক্রিকেটার। 

আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল। ১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর গঠন করা হয়েছে দল।

দলটির অধিনায়ক করা হয়েছে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জেতা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। 

আইসিসির দশকের সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫