
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলামে এক কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে রাজস্থান রয়্যালস।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে অনুষ্ঠিত ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলামে তাকে নেয় রাজস্থান রয়্যালস।
এদিন নিলামে উঠে ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে তিন কোটি রুপিতে কিনে নেয় কলকাতা আর মোস্তাফিজুর রহমানকে নিলো রাজস্থান রয়্যালস। এছাড়াও রয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্যের ছিলো ৫০ লাখ রুপি। মাহমুদউল্লাহ ৭৫ লাখ রুপি ও সাইফউদ্দিন রয়েছেন ৫০ লাখ রুপির তালিকায়।
আইপিএলের আসন্ন আসর অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল থেকে, শেষ হবে ৬ জুন। এই সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি থাকবে ব্যস্ত। কেন না, এপ্রিলে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর এবং মে মাসে শ্রীলংকার বিপক্ষে দেশে খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।