Logo
×

Follow Us

ক্রিকেট

মাকে বাঁচাতে দেড় বছর পর ক্রিকেটে ফিরলেন শাহাদাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ১৭:০৯

মাকে বাঁচাতে দেড় বছর পর ক্রিকেটে ফিরলেন শাহাদাত

পেসার শাহাদাত হোসেন রাজিব।

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলা আলোচিত পেসার শাহাদাত হোসেন রাজিব। তার সেই হৃদয়স্পর্শী আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশেষে দীর্ঘ ১৮ মাস পর ২২ গজের খেলায় ফিরলেন এই পেসার। খেললেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে।

শনিবার (৫ জুন) ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্সের হয়ে খেলেছেন শাহাদাত। বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পান শাহাদাত। ১৮ মাস পর বল হাতে নেমে শুরুটা ভালো হয়নি তেমন। ২ ওভারে ১৬ রান দিয়েছেন শাহাদাত। পাননি কোনো উইকেট।

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের ক্যারিয়ারকে প্রায় ধ্বংস করে দিয়েছেন এই দীর্ঘদেহী পেসার। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০১৬ সালে কারাভোগ করেছিলেন তিনি। ২০১৯ সালে জাতীয় লিগের ম্যাচে সতীর্থ খেলোয়াড় আরাফাত সানিকে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেটার শাহাদাত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি।

শেষ রাউন্ডের ওই ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলেছিলেন শাহাদাত। ম্যাচ চলাকালীন বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফস্পিনার আরাফাত সানির ওপর। সানিকে শারীরিকভাবে আঘাত করেন শাহাদাত। উপস্থিত ম্যাচ রেফারি আখতার আহমেদ তৎক্ষণাৎ শাহাদাতকে দুদিনের জন্য বহিষ্কার করেন।এর পরই এ পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি।

মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিবির কাছে আবেদন করেন পেসার শাহাদাত। তার সেই আবেদনের প্রেক্ষিতে এ বছর শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫