Logo
×

Follow Us

ক্রিকেট

এবার জিটিভি ও টি-স্পোর্টসে দেখা যাবে ডিপিএল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৪:৫৪

এবার জিটিভি ও  টি-স্পোর্টসে দেখা যাবে ডিপিএল

জিটিভি ও টি-স্পোর্টস

ক্রিকেট প্রেমীদের জন্য সু-খবর নিয়ে এসেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের সবকয়টি ম্যাচ দেখাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি ও টি-স্পোর্টস।

মঙ্গলবার (১৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টির সুপার লিগের সমস্ত ম্যাচ টি-স্পোর্টস এবং গাজী টিভিতে যৌথভাবে সরাসরি সম্প্রচারিত হবে।

এবার জাতীয় দলের সমস্ত তারকা ক্রিকেটাররা খেলায় টুর্নামেন্টটি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি নিশ্চিত যে, দর্শকরা তাদের বাড়িতে বসে সুপার লিগের খেলা উপভোগ করবেন।’

বাংলাদেশ ক্রিকেটে এমন সমর্থকের সংখ্যাই বেশি, যারা জাতীয় দলের বাইরের দেশের ক্রিকেটের খবরাখবর খুব বেশি জানেন না। দেশে কয়টি ঘরোয়া টুর্নামেন্ট চলে সেটিও অজানা। ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বিষয়ে খোঁজখবর রাখেন, এমন সমর্থকও খুব বেশি পাওয়ার কথ না। তবে সরাসরি সম্প্রচার করলে দর্শক প্রিয় হয়ে উঠবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫