
মোহাম্মদ রফিক। ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ রফিক।
অন্যদিকে কম্পিউটার বিশ্লেষক হিসেবে শ্রীনিবাসকে নিয়োগ দিয়েছে দলটি। অবশ্যই এর আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শ্রীনিবাসের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রংপুর রেঞ্জার্সের হেড কোচ বাদে সব কোচ স্টাফ স্থানীয়। শুধু কম্পিউটার বিশ্লেষক হিসেবে আমরা শ্রীনিবাসকে নিয়েছি। স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছি। সহকারী কোচ হিসেবে বাবুকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বিপিএলে রংপুর রেঞ্জার্সের পরিচালকের দায়িত্বে আছেন আকরাম খান। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর।