Logo
×

Follow Us

ক্রিকেট

নাসুমকে হারিয়ে সেপ্টেম্বর সেরা ক্রিকেটার লামিচানে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৮:০৬

নাসুমকে হারিয়ে সেপ্টেম্বর সেরা ক্রিকেটার লামিচানে

সন্দ্বীপ লামিচানে ও হিদার নাইটে

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার সঙ্গে নাম এসেছিল বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তবে নেপালের লামিচানের সঙ্গে পেরে উঠেননি নাসুম। সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেপালের লেগ স্পিনার।

সোমবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি। সঙ্গে নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ইংল্যান্ডের হিদার নাইটের হাতে।

নাসুম মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। গেল মাসের শুরুতে দেশের মাটিতে অনুষ্ঠিত এই সিরিজে নাসুম খেলেন পাঁচ টি-টোয়েন্টিতেই, শিকার করেন ৮ উইকেট। সঙ্গে তার ইকোনোমি ছিল যথেষ্ট ভালো। দলের ৩-২ ব্যবধানে সিরিজ জয়ে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তারই ফলশ্রুতিতে আইসিসির সেরার তালিকায় চলে আসেন তিনি। তবে ভোটাভুটিতে তাকে পিছনে ফেলেছেন লামিচানে।

লামিচানে গত মাসে আইসিসির ওয়ার্ল্ড কাপ সুপার লিগের দ্বিতীয় স্তরে দারুণ বোলিং করেছেন। ৬ ওয়ানডেতে তিনি তুলে নিয়েছেন ১৮ উইকেট। এম পারফরম্যান্সের দৃশ্যমান পুরস্কারটি পেলেন এই লেগ স্পিনার।

মে মাসের পারফরম্যান্স অনুযায়ী এই খেতাবের জন্য মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পরে তার হাতেই ওঠে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর জুলাই মাসে সাকিব পেয়েছিলেন সেরা হওয়ার মনোনয়ন এবং পেয়েছেনও সেরার স্বীকৃতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫