Logo
×

Follow Us

ক্রিকেট

ডিপিএল খেলতে ঢাকায় হাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ২০:২১

ডিপিএল খেলতে ঢাকায় হাফিজ

ক্লাব কর্মকর্তার ও খেলোয়াড়দের সাথে মোহাম্মদ হাফিজ

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ মৌসুম খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) পর্দা উঠেছে ডিপিএলের এবারের আসরের। প্রথম দিনে মাঠে গড়ায় তিনটি ম্যাচ। আগামীকাল বুধবার লিগের প্রথম রাউন্ডের আরও দুটি ম্যাচ আছে। যেখানে মিরপুরে সকাল ৯টায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। এ ম্যাচে সাদা-কালোদের জার্সি গায়ে মাঠে নামার কথা আছে হাফিজের।

এবার ডিপিএলে বেশ তারকাখচিত দল গড়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের অধিকাংশ তারকা খেলোয়াড়দের দলে টেনেছে তারা। প্রায় ১ যুগের শিরোপা খরার আক্ষেপ ঘোচাতে দলে টেনেছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহিদের।

দলের বিদেশি কোটায় খেলবেন হাফিজ। এজন্য আগামীকালের ম্যাচের আজ ঢাকায় এসে নিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫