Logo
×

Follow Us

ক্রিকেট

বিসিবির ফেসবুক পেজে দেখুন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২২, ২০:৩১

বিসিবির ফেসবুক পেজে দেখুন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

বাংলাদেশ টেস্ট প্রথম টেস্টে ভালো অবস্থানে নেই। ছবি: এএফপি

বাংলাদেশি কোন সম্প্রচার মাধ্যম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজের স্বত্ব নিতে পারেনি। একারণে অ্যান্টিগা টেস্টের প্রথম দু’দিন টিভিতে খেলা দেখতে পারেননি ভক্তরা।

এমনকি অনলাইনেও খেলা দেখার নির্ভরযোগ্য ব্যবস্থা ছিল না। তবে টেস্টের তৃতীয় দিন সমাধান হলো ওই সমস্যার। টেস্ট সম্প্রচারে এগিয়ে এসেছে বিসিবি। 

বোর্ডের নিজস্ব ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্সে’ সরাসরি সম্প্রচার করা হচ্ছে ম্যাচটি। 

এর আগে টিভিতে দেখা না গেলেও ম্যাচটি দেখা যাচ্ছিল আইসিসি টিভিতে। তবে সেজন্য আন্তর্জাতিক ব্যাংক কার্ড থেকে দুই টেস্টের জন্য দুই ডলার পরিশোধ করতে হচ্ছিল। এবার ফ্রিতে টেস্ট দেখার সুযোগ মিলেছে। 

তবে বাংলাদেশ টেস্ট প্রথম টেস্টে ভালো অবস্থানে নেই। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৬৫ রান। লিড নেয় ১৬২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৫০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিন সকালে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট হারায়নি সফরকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫