Logo
×

Follow Us

ক্রিকেট

শুরুতেই মোসাদ্দেকে কুপোকাত জিম্বাবুয়ে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১৭:১৮

শুরুতেই মোসাদ্দেকে কুপোকাত জিম্বাবুয়ে

ছবি : ক্রিকইনফো

নিজের শেষ ওভারে আবারো উইকেটের দেখা পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫ উইকেটই তার দখলে। হারারেতে জয় প্রত্যাশা শুধু নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে বোলিং করছে বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচের প্রথম বলেই টাইগারদের সাফল্য এনে দেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রেগিস চাকাভাকে অধিনায়ক এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে ফেরান তিনি।

এরপর তিনে নামা ওয়েসলি মাধবেরেকেও ওভারের শেষ বলে প্যাভিলিয়নের পথ ধরান মোসাদ্দেক। চতুর্থ বলে মোসাদ্দেককে চার মারার পর ওভারের শেষ বলেও এই অফ স্পিনারকে চার্জ করতে যান মাধবেরে।

তবে অফের বাইরের বলটি হাঁকাতে গিয়ে মেহেদী হাসানের ক্যাচে পরিণত হন মাধবেরে। প্রথম ম্যাচে অপরাজিত ৬৭ রান করেছিলেন জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান।

মোসাদ্দেক হোসেন ইনিংসের প্রথম ওভারে দুই উইকেট নেন, পরের ওভারে তিনি নিয়েছেন দুই উইকেট।  শেষে মিল্টন শুম্বার উইকেটটি নিলেন। 

জিম্বাবুয়ে সপ্তম ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন সিকান্দার রাজা ও বার্ল। ওপেনার রেগিস চাকাভা শূন্য করে ফিরেছেন। আরভিন করেছেন ১ রান। মেধেভেরে ৪ রান করে আউট হয়েছেন। শন উইলিয়ামস ৮ রান করে সাজঘরে ফিরেছেন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫