
চোট পেয়ে ব্যথায় মাঠেই শুয়ে পড়েন হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত।
লিটন দাস, ইয়াসির রাব্বীর পর এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদও। আজ শনিবার (২০ আগস্ট) রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি।
জানা যায়, জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেন হাসান মাহমুদ। তরুণ এই পেসারের প্রত্যাবর্তনের সিরিজটা ভালোই কেটেছিল।
দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে হাসানের জায়গা হয় ১৭ সদস্যের এশিয়া কাপ দলেও।
কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। যা সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। সে ক্ষেত্রে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসানের। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে ২৩ আগস্ট বিকেলে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।