
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার পাওয়া খেলোয়াড়দের তিনজন-গেইল, সাকিব, শোয়েব মালিক
‘টি-টোয়েন্টি’ মানেই ধুম-ধারাক্কা ব্যাটিং, চার-ছক্কার ফুলঝুরি। দর্শকরো ব্যাটসম্যানদের ব্যাটে চার-ছক্কা দেখতেই মাঠে যায়। ব্যাটসম্যানেরাও দর্শকদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন অত্যন্ত সাথর্কতার সঙ্গে। যে কারণে টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটসমস্যানদের খেলা। সত্যিকার অর্থেই যে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা, তার কাগজে-কলমের প্রমাণও মিলবে সর্বোচ্চ ম্যাচসেরার পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকা দেখলে।
তালিকায় ব্যাটসম্যানদেরই জয়জয়কার। তবে নিখাঁদ ব্যাটসম্যানদের পাশাপাশি অল-রাউন্ডারদেরও দাপট রয়েছে বেশ। অল-রাউন্ডারদের সেই দাপটের প্রমাণ রেখে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়াদের তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসানও।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ হলো, তালিকায় সাকিব আছেন ৭ নম্বরে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তিনি এ পর্যন্ত ৩৬ বার ম্যাচসেরার পুরস্কার লাভ করেছেন। প্রত্যাশিতভাবেই তালিকার সবার উপরের আসনটি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের গেইল সব মিলে ৪৬৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পকেটে পুরেছেন ৬০ বার। সংখ্যার ভিত্তিতে তার ধারের কাছেও কেউ নেই।
তালিকায় চোখ রাখলেই সেটি স্পষ্ট। তালিকার দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সব মিলে তিনি টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন ৪২ বার। শীর্ষে থাকা গেইলের চেয়ে দ্বিতীয়স্থানে থাকা ডি ভিলিয়ার্স ম্যাচসেরার পুরস্কার ১৮ বার কম পেয়েছেন। অথচ দ্বিতীয়স্থানে থাকা ডি ভিলিয়ার্সের চেয়ে সপ্তম স্থানে থাকা সাকিবের ম্যাচসেরার পুরস্কারের ব্যবধান মাত্র ৬টি। ডি ভিলিয়ার্স-সাকিবের মাঝখানে আছেন কাইরান পোলার্ড, শোয়েব মালিক, শেন ওয়াটসন ও অ্যালেক্স হেলস।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ
নং | নাম | দেশ | ম্যাচ সেরা |
১ | ক্রিস গেইল | ওয়েস্ট ইন্ডিজ | ৬০ বার |
২ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ৪২ বার |
৩ | কাইরোন পোলার্ড | ওয়েস্ট ইন্ডিজ | ৪০ বার |
৪ | শোয়েব মালিক | পাকিস্তান | ৪০ বার |
৫ | শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | ৩৮ বার |
৬ | অ্যালেক্স হেলস | ইংল্যান্ড | ৩৭ বার |
৭ | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৩৬ বার |