
আসন্ন বিপিএলের জন্য প্রথম দিনের অনুশীলন সেরেছে তারা। ছবি: সংগৃহীত
ফরচুন বরিশালের দলীয় অনুশীলন আজ সোমবার (২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে পুরো দল অনুশীলন করলেও, প্রথম দিনে দেখা মেলেনি দলের অধিনায়ক সাকিব আল হাসানের।
তাকে ছাড়াই আসন্ন বিপিএলের জন্য প্রথম দিনের অনুশীলন সেরেছে তারা। জানা গেছে বিশ্রামে ছিলেন এই তারকা ক্রিকেটার।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজরা।
বল হাতে ঘাম ঝরিছেয়েন পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বিরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগামী ৭ জানুয়ারি সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হকে সাকিবদের বিপিএল যাত্রা।
এদিকে দল সূত্রে জানা গেছে, বরিশাল দলের হয়ে খেলতে ঢাকায় আসছেন রাহকিম কর্নওয়াল, করিম জানাত, ইব্রাহিম জাদরান।