Logo
×

Follow Us

ক্রিকেট

ভারতের দুর্দান্ত শুরু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ২২:০২

ভারতের দুর্দান্ত শুরু

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৩ রান করেছে ভারত।

রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।

বাংলাদেশি বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন ভারতীয় ওপেনাররা। 

মুস্তাফিজের করা প্রথম ওভারেই ১১ রান তুলে রোহিত-ধাওয়ান।

পরের দুই ওভারে আল আমিন ও শফিউলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১ রান করে ভারত। তিন ওভার শেষে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২। 

এরপর আবারো বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওই ওভারে দুই চার ও এক ছয়ে ১৫ রান তুলেন রোহিত। ৪ ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৩৭।

মুস্তাফিজের পর আল আমিন ও শফিউলের ওপর চড়াও হন রোহিত-ধাওয়ান। ফলে ৬ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান তুলে ভারত।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫