Logo
×

Follow Us

ক্রিকেট

রংপুরে আকবর বরণ

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪০

রংপুরে আকবর বরণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ অধিনায়ক আকবর আলিকে ভালোবাসায় বরণ করে নিয়েছে রংপুরবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে আকবরকে বহন করা গাড়িবহর রংপুর পৌঁছানোর পর মেডিকেল মোড় দিয়ে মডার্ন-শাপলা ঘুরে টাউন হল চত্বরে প্রবেশ করে।

সেখানে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় তাকে। 

ওই সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, সিটি মেয়র মোস্তাফিজার রহমান, মেট্টোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফারুকসহ আপামর জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

সবার এমন আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত আকবর বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আজ এতদূর আসতে পেরেছি। আগামীতেও দেশের আরো বেশি সফলতা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামবো আমরা। 

পরে আকবর তার নিজ বাড়ি পশ্চিম জুম্মাপাড়ায় যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫