Logo
×

Follow Us

খেলাধুলা

বিরাট-আনুশকার ঘরে এলো কন্যা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ২০:০৪

বিরাট-আনুশকার ঘরে এলো কন্যা

আইসিসির দশক সেরা ক্রিকেটার বিরাট কোহলি ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলোকিত করে এসেছে কন্যা সন্তান।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন বিরাট কোহলি।

বিরাট জানান, অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে, আজ বিকেলে কন্যা সন্তানের বাবা হয়েছি। ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। আনুশকা ও মেয়ে দুইজনই ভালো আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আশা করি, এই সময়ে আমাদের একান্তে থাকাকে সম্মান করবেন।

গত অগাস্টে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন কোহলি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫