ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০৬:৫৯ পিএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২১, ১১:৪৯ পিএম
ঝিনাইদহে রাহুল স্মৃতি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
উদ্বোধনের শুরুতে জাহেদী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাষা সৈনিক মরহুম জাহিদ হোসেন মুসা মিয়া ও মরহুম হাসান শাহরিয়ার জাহেদী রাহুল স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জাহেদী ফউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহারিয়ার হিজল ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশন ও আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, জাহেদী ফাউন্ডেশনের শাহতনু রেজা আসাদ, মাসুদুর রহমান রানা, ইউনুস আলী ও মানিক।
উদ্বোধনী খেলায় ঝিনাইদহ ক্রিকেট ক্লাব ও আব্দুল লতিফ সরদার ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। এ খেলায় জেলার মোট ১২টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে। আজ ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ দিনব্যাপী চলবে।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh