নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৪ পিএম | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৫ পিএম
ছবি: নাসিরের ফেসবুক পেজ থেকে নেয়া
ক্রিকেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৪ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৫ পিএম
বিশ্ব ভালোবাসা দিবসে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন বিয়ে করেছেন।
গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই ২৯ বছর বয়সী তারকা ক্রিকেটারের।
নাসিরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, কনের নাম তামিমা তাম্মি। তিনি পেশায় বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও নতুন জীবনসঙ্গীর সোথে ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন নাসির।
গত বছর সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন তিনি। শেষ পর্যন্ত সেই তরুণীকে জীবনসঙ্গী করে নিলেন নাসির।
পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। তবে মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হবে ১৭ ফেব্রুয়ারি।
নাসির বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন।
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh