Logo
×

Follow Us

খেলাধুলা

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলবেন না তামিম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৬:৩৩

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলবেন না তামিম

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ডানেডিনে এক ভার্চুয়াল সংবাদ সম্মলেনে কথা বলার সময় খবরটি নিশ্চিত করেন তামিম।

টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে সিরিজে থাকবেন তামিম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরবেন তিনি।  

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে নিজের এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন তিনি।

এই ওপেনার বলেন, টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভকামনা রইলো। দুর্ভাগ্যজনক হলো, ব্যক্তিগত কারণে আমি এই সিরিজে খেলবো না। নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি এই কথা জানিয়েছিলাম। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে যাব। দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।

আগামী শনিবার (২০ মার্চ) থেকে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজ শুরু হবে। এই সিরিজ শেষে ২৮ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫