Logo
×

Follow Us

খেলাধুলা

করোনায় আক্রান্ত শচীন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৩:৫০

করোনায় আক্রান্ত শচীন

শচীন টেন্ডুলকার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আজ শনিবার (২৭ মার্চ) সকালে এক টুইটে শচীন নিজেই নিশ্চিত করেছেন।

করোনা শচীনকে ছোবল মারলেও তার পরিবারের বাকি সবাই ভালো আছেন। বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

টুইটে শচীন লেখেন, করোনা থেকে নিরাপদে থাকতে পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম। সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। কিন্তু তারপরও হালকা উপসর্গ দেখা দেয়ার পর আজ পজিটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা বিধি মেনে আমি বাসায় কোয়ারেন্টিনে আছি। 

একই টুইটে শচীন স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তিনি লেখেন আমি সব পেশাদার স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকেসহ সারাদেশের করোনা আক্রান্তদের সহোযোগিতা করে গিয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫