দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে তামিম ইকবাল, মুমিনুল হকরা। শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছে গেছে পুরো দল। সেখানে কোয়ারেন্টাইনের আগে প্রথম করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সফরকারীরা।
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা পৌঁছানো ও প্রথম করোনা পরীক্ষার নমুনা দেয়ার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে দুই টেস্টের জন্য ২১ জনের প্রাথমিক দলের সাথে কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে প্রায় ৪০ জনের বেশি সদস্যের বহর নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দেশ ছাড়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দরে গণমাধ্যমেক টিম লিডার সুজন বলেন, ‘আমি সবসময় পজিটিভ ক্রিকেট খেলার কথা বলি। মনোভাব অনেক গুরুত্বপূর্ণ। যে মনোভাব আমি দেখেছি দুই বছর আগে, সেরকমটা দেখতে চাই। মাঠে লড়াই করবে, ফল কি হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা লড়াই করতে চাই।’
সবকিছু ঠিক থাকলে আগামী (২১ এপ্রিল) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা জার্সি গায়ে মাঠে নামবে টাইগাররা।