Logo
×

Follow Us

ক্রিকেট

শান্তর সেঞ্চুরিতে এগিয়ে চলেছে বাংলাদেশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৭:০৮

শান্তর সেঞ্চুরিতে এগিয়ে চলেছে বাংলাদেশ

সেঞ্চুরির পথে নাজমুল হোসেন শান্তর কাভার ড্রাইভ

প্রথম টেস্টে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে টাইগাররা। তামিম না পারলেও নিজের প্রথম সেঞ্চুরি কুড়িয়ে নিয়েছেন শান্ত। 

এ প্রতিবেদন লেখার সময়ে শান্তর ১০৬ রানে অপরাজিত। অপর প্রান্তে অধিনায়ক মুমিনুল অর্ধশতক পূর্ণ করে অপরাজিত রয়েছেন।

প্রথম সেশনের পর ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফেরেন তামিম। ১০১ বলে ৯০ রান করে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি। 

তামিমের পর ব্যাটে হাল ধরেন শান্ত। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২০০ রান। 

মুমিনুল হক আগেই বার্তা দিয়েছিলেন, লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট হবে পেস বোলিং নির্ভর। কথা অনুযায়ী একাদশে তিন পেসার। প্রায় সাড়ে ৩ বছর পর এই ফরম্যাটে মাঠে নামার সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তবে যোগ্যতা প্রমাণে খানিক অপেক্ষা করতে হবে তাসকিনকে। আগে ব্যাট করতে নেমে যেমন শুরু পেয়েছে দল, তাতে প্রথম দিনে তার বল হাতে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এতেই বরং স্বস্তি বাংলাদেশ দলের।

ব্যাট হাতে নেমে আগ্রাসী শুরুর বার্তা দেন তামিম। লাকমালের করা ইনিংসের প্রথম ওভারেই দুইটি বাউন্ডারি হাকান তিনি। তবে হতাশ করেন সাইফ হাসান। সাদমান ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে রানের খাতা খুলতে পারেননি তিনি। বিশ্ব ফার্নান্দোর বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ফেরেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। এরপর উইকেটে আসেন শান্ত। তামিমের সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫