Logo
×

Follow Us

খেলাধুলা

চেন্নাইয়ে থামল কোহলিদের জয়যাত্রা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ২২:০০

চেন্নাইয়ে থামল কোহলিদের জয়যাত্রা
চলতি আইপিএলের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে সেই জয়যাত্রা থেমেছে। 

রবিবারের আগে নিজেদের চার ম্যাচে টানা জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল বেঙ্গালুরু। কিন্তু এদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের বিপক্ষে ১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২/৯ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। 

৬৯ রানের বড় জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে গেল চেন্নাই। দলের জয়ে ২৮ বলে সর্বোচ্চ ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন রবীন্দ্র জাদেজা।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫