Logo
×

Follow Us

ক্রিকেট

জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ২৩:২৯

জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সফরে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

সবগুলো ম্যাচই হবে দিনের আলোয়। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে হবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। আর টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এ খবর।

পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট


প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট


প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫