Logo
×

Follow Us

খেলাধুলা

শততম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ১৫৩ রান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১৮:৩৫

শততম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ১৫৩ রান

শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ

শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলটি আগের দুই ফরম্যাটের থেকে আলাদা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছে দুই দল। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ইনিংসকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথম ১০ ওভার ও এর পরের অংশ। প্রথম ১০ ওভারে ওপেনার রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯১ রান জমা করে জিম্বাবুয়ে। তবে ১১তম ওভারের প্রথম বলেই চাকাভা রান আউট হলে পাল্টে যায় চিত্র। স্বাগতিক ব্যাটসম্যানদের আর খোলস ছেড়ে বের হতে দেননি বাংলাদেশি বোলাররা। উইকেটে থিতু হওয়ার আগেই ফিরিয়েছেন সিকান্দার রাজা, রায়ান বার্লদের। এতে অলআউট হওয়ার আগে আর মাত্র ৬২ রান তুলতে পারে স্বাগতিকরা। তাদের ইনিংস থামে ১৫২ রানে।

বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। শরিফুল ২ উইকেট নিতে ৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১৭। পেসারদের দিনে খালি হাতে থাকেননি সৌম্য সরকারও। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। বাকি১ উইকেট স্পিনার সাকিব আল হাসানের। 

হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামা সিকান্দার রাজার দলের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের আঘাতে ফিরে যান স্বাগতিক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ৭ রান করে আউট হন তিনি। এরপর ঝড়ো ব্যাটিংয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার রেগিস চাকাভা। ওয়েসলি মাধেভেরেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৩৮ বলে জমা করেন ৬৪ রান।

সাকিব আল হাসাসের বলে ২৩ বল খেলে ২৩ রান করে আউট হন মাধেভেরে। এতে ভাঙে তাদের পার্টনারশিপ। সঙ্গীকে হারিয়ে নিজের ইনিংসটি আর বড় করতে পারেননি চাকাভা। তাকে দুর্দান্ত এক রান আউটে ফেরান নুরুল হাসান সোহান। প্রায় সাড়ে চার বছর পর টি-টোয়েন্টিতে জায়গা পেয়েছেন সোহান। সেই ২০১৭ সালের জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। চকাভা আউট হন ২২ বলে ৪৩ রান করে। যেখানে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

১০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯১ রান তোলা জিম্বাবুয়ে চাকাভার উইকেট হারানোর পর খেই হারিসে বসে। শরিফুল ইসলাম, সৌম্য সরকাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখে স্বাগতিক ব্যাটসম্যানদের। একে একে সিকান্দার রাজা (০),  তারিসাই মুসাকান্দা (৬) ও ডিওন মেয়ার্স (৩৫) আউট হলে স্কোর বোর্ডে বড় রান তোলার স্বপ্নে ভাটা পড়ে জিম্বাবুয়ের।

১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২০ রান। এরপর আর কোনও ব্যাটসম্যান বড় স্কোর করতে ব্যর্থ হলে ১৯তম ওভারে থামে জিম্বাবুয়ের ইনিংস। অলআউট হওয়ার আগে কোনরকমে দেড়শ ছাড়ায় তারা। ১৫২ রানের পুঁজি পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে বাংলাদেশে প্রয়োজন ১৫৩ রান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫