Logo
×

Follow Us

ক্রিকেট

২-০ করতে মুখিয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪

২-০ করতে মুখিয়ে বাংলাদেশ

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, ধারাবাহিকতা রেখে ব্যবধান ২-০ করতে মুখিয়ে বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, ধারাবাহিকতা রেখে ব্যবধান ২-০ করতে মুখিয়ে বাংলাদেশ। ওপেনিংয়ে উন্নতির লক্ষ্য টাইগারদের। উইনিং কম্বিনেশন ভাঙবে না স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে পরিবর্তন আনবে নিউজিল্যান্ড। করোনামুক্ত ফিন অ্যালেন ফিরতে পারেন একাদশে। মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচ শুরু বিকেল ৪টায়।

তবে, শুক্রবারের পূর্বাভাসেও ভালো খবর নেই, দুপুরের দিকে আছে বৃষ্টি শঙ্কা। তাই দেরিতে শুরু কিংবা কার্টেল ওভার ম্যাচের কথাও মাথায় রাখতে হচ্ছে।

প্রথম ম্যাচের পরে দু'দলে দুরকম পরিবেশ, দাপুটে জয়ে নির্ভার বাংলাদেশ। বিপরীতে স্লো-স্পিনিং ট্র্যাকের ধাঁধায় আটকে নিউজিল্যান্ড। সমাধানের মন্ত্র খুঁজতে হাতে অল্প সময় অতিথিদের।

টি-টোয়েন্টিতে প্রথমবার কিউই বধে একটাই অস্বস্তি, ওপেনার নাঈম-লিটনকে নিয়ে। বিশ্বকাপের আগে ওদের ফর্মে থাকা জরুরি, ম্যানেজমেন্টের চাওয়া সেই শুরুটা হোক দ্বিতীয় ম্যাচ থেকেই।

সাকিবের দিকেই যেন সব আলো, রেকর্ড বুকে দাগ কাটার বড় সুযোগ তার সামনে।

পাঁচ উইকেট পেলেই মালিঙ্গাকে টপকে চূড়ায় উঠবেন টাইগার পোস্টার বয়। সাথে সব ফরম্যাট মিলিয়ে স্পর্শ করবেন ৬০০ উইকেটের মাইলস্টোন।

এদিকে পছন্দের কন্ডিশনে বোলিংয়ে চিন্তা নেই, সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে ভালো কিছুর প্রত্যয় সাইফউদ্দিনের।

তবে, আগের ম্যাচে নিউজিল্যান্ড বুঝে গেছে মিরপুরে সাকিব-মুস্তাফিজরা কতটা ভয়ঙ্কর। কঠিন পরীক্ষায় শিষ্যদের সাহস রাখতে বলছেন কিউই কোচ।

এ বিসয়ে কোচ গ্লেন পকনাল জানান, এই কন্ডিশনে ব্যাটিং খুবই চ্যালেঞ্জিং। উইকেটের চরিত্র বুঝে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে। বোলাররা সুবিধা নিতে পেরেছে। ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য রাখতে পারলে ঘুড়ে দাড়ানো সম্ভব।

সিরিজের প্রথম ম্যাচ জিতেই এক লাফে র‍্যাংকিংয়ের দশ থেকে সাতে উঠেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটাই টাইগারদের সেরা, অবস্থান আরও উপরে নিতে চাইবে মাহমুদউল্লাহর দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫