Logo
×

Follow Us

খেলাধুলা

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

লিটন দাস টানা তৃতীয় ম্যাচে আউট হয়েছেন বিশের নিচে। আজ করেছেন ১২ বলে ১০। সৌম্য অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আগের চার ম্যাচে সুযোগ পাননি। আজই একাদশে এসেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ২৮ রান। এবার সুযোগ পেয়ে ৯ বলে ৪ করে সাজঘরের পথ ধরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর আউট হয়ে গেছেন মোটামুটি ধারাবাহিক নাইম শেখও (২১ বলে ২৩)। দলের বিপদ বাড়িয়ে লংঅফে তুলে মারতে গিয়ে ক্যাচ মুশফিকুর রহীম (৮ বলে ৩)।

বাংলাদেশও পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে। মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে  ১১৩ রান।

এর আগে টম ল্যাথামের হাফসেঞ্চুরি আর ফিন অ্যালেনের ৪১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫