Logo
×

Follow Us

খেলাধুলা

শেষ ম্যাচ জয়ের পর যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:০২

শেষ ম্যাচ জয়ের পর যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম

বাংলাদেশ সফরে এসে এক ম্যাচ আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে নিউজিল্যান্ড। তবে শুক্রবার শেষ ম্যাচে ২৭ রানের জয়ে সিরিজে ব্যবধান (৩-২) কমায় কিউইরা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪/৮ রানে।

২৭ রানের জয়ে ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে হাস্যেউজ্জ্বল নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, শেষ ম্যাচে জয় পাওয়ায় খুব ভালো লাগছে। আজ আমরা নিখুঁত পারফরম্যান্সের কাছাকাছি এসেছি। এই জয়ে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি বাংলাদেশ থেকে পাকিস্তান সফরে গিয়ে আরো ভালো করতে পারব। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫