Logo
×

Follow Us

খেলাধুলা

আইপিএল মাঠে বাগদান সারলেন চাহার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ২৩:৪০

আইপিএল মাঠে বাগদান সারলেন চাহার

মাঠে নেমে দিনটি একেবারেই ভাল যায়নি। চার ওভার বল করে ৪৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তার দল চেন্নাই সুপার কিংসও সাত ওভার বাকি থাকতে ৬ উইকেটে হেরে গিয়েছে পঞ্জাব কিংসের কাছে। কিন্তু মাঠের বাইরে দিনটি স্মরণীয় করে রাখলেন দীপক চাহার। চেন্নাইয়ের এই জোরে বোলারের জীবনে এটি অন্যতম স্মরণীয় দিন।

এই দিনই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন চাহার। বান্ধবীও সায় দিয়ে `হ্যাঁ' বলে দেন চাহারকে। বান্ধবীকে চাহারের বিয়ের প্রস্তাব দেয়ার এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

চেন্নাইয়ের জার্সিতেই সোজা গ্যালারিতে উঠে যান চাহার। সেখানেই ছিলেন তার বান্ধবী। চাহার বিয়ের প্রস্তাব দেন। জবাব পেতে তাকে একটুও অপেক্ষা করতে হয়নি। বান্ধবীও সাথে সাথে ‘হ্যাঁ’ বলে দেন। তারপর হয় আঙটি বদল। দু’জনে পরস্পরকে আঙটি পরিয়ে দেন। গ্যালারিতে থাকা বাকি দর্শকরা হাততালি দিয়ে দু’জনকে অভিনন্দন জানান।

চাহারের বান্ধবী কে, জানা যায়নি। আগে কখনো তাকে সে ভাবে দেখাও যায়নি। স্বাভাবিক ভাবেই এখন সবার কৌতুহল, কে এই বান্ধবী?

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫