
সাকিব আল হাসান
সাকিব আল হাসানের ওপেনিং অ্যাডভেঞ্চার দীর্ঘ হলো না খুব। আউট হয়ে গেলেন ১২ বলে ৯ রান করেই। জেসন হোল্ডারের বলে ষষ্ঠ ওভারে ১৭ রান করে আউট হন নাঈম শেখ। ১৪৩ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৯।
নাঈম জীবন পাওয়ার পরের বলেই আন্দ্রে রাসেলকে জায়গা বানিয়ে উড়িয়ে মারতে যান সাকিব। কিন্তু বল উইকেটে পিচ করে থমকে আসে কিছুটা। তাতে টাইমিংয়ে গড়বড়। বল ওঠে কেবল আকাশে। মিড অফে সহজ ক্যাচ নেন জেসন হোল্ডার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ৩৪ রান।