Logo
×

Follow Us

খেলাধুলা

সপ্তাহ ব্যবধানে শীর্ষস্থান হারালেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১৭:৫০

সপ্তাহ ব্যবধানে শীর্ষস্থান হারালেন সাকিব

সাকিব আল হাসান

গেল সপ্তাহে আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল সাকিব আল হাসান। কিন্তু সে স্থান এক সপ্তাহ ধরে রাখতে পারলেন না তিনি। সপ্তাহ ব্যবধানে দুই নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান। 

২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের রেটিং পয়েন্টও ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে আফগান অধিনায়ক। 

আফগান অলরাউন্ডার এই বিশ্বকাপে সুপার টুয়েলভে দারুণ পারফর্ম্যান্স তাকে শীর্ষ অবস্থানে নিয়ে গিয়েছে। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন এবং বল হাতে পাকিস্তানের মারকুটে ব্যাটার ফাখার জামানের উইকেট নেন। নামিবিয়ার সঙ্গেও ব্যাট হাতে ১৭ বলে দুর্দান্ত ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার। 

অন্যদিকে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম্যান্স করেছে সাকিব। সুপার টুয়েলভে পারফর্ম্যান্স তেমন আশানুরূপ হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন এই টাইগার অল রাউন্ডার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫