Logo
×

Follow Us

ক্রিকেট

ভারতকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১৯:৪২

ভারতকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান

সুপার টুয়েলভের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। অবসর নেয়ায় এ ম্যাচে দলে নেই আসগর আফগান ও ইনজুরির কারণে দলে নেই অভিগ্য স্পিনার মুজিবুর রহমান।

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই হেরে সেমির স্বপ্ন ধূসর হয়ে গেছে ভারতের। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে আফগানিস্তান অনেকটাই এগিয়ে। ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন বিস্ময় স্পিনা বরুন চক্রবর্তী। ফিরেছেন হার্ডহিটিং মিডলঅর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

অন্যদিকে আফগানিস্তান একাদশে নেই মুজিব উর রহমান এবং গত ম্যাচে অবসরে যাওয়া আসগর আফগান। দলে ঢুকেছেন শরফুদ্দিন আশরাফ আর করিম জানাত।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান একাদশ

হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫