Logo
×

Follow Us

খেলাধুলা

ভরাডুবির পরেও সোয়া কোটি টাকা নিয়ে ফিরছেন টাইগাররা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ২৩:২৫

ভরাডুবির পরেও সোয়া কোটি টাকা নিয়ে ফিরছেন টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ হারার লজ্জায় ডুবেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুয়েকটা ম্যাচ বাদে টাইগারদের অসহায় আত্মসমর্পণ যেন নিয়তিই ছিল। সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানের হার সেই আশঙ্কাকে সত্যে রূপান্তরিত করেছে। তবে এমন ভরাডুবির পরেও সোয়া এক কোটি টাকার বেশি অর্থ নিয়ে দেশে ফিরবেন টাইগাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার প্রাইজমানি রয়েছে। ওমান ও পাপুয়া নিউগিনিকে হারানোয় মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ।

তাছাড়া সুপার টুয়েলভে উঠায় আরো ৭০ হাজার ডলার দেওয়া হবে মাহমুদউল্লাহদের। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছে টাইগাররা।

স্কটিশদের কাছে পরাজিত না হলে বাংলাদেশের অর্জিত টাকার পরিমাণটা আরো বাড়ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫