Logo
×

Follow Us

ক্রিকেট

রাব্বির অভিষেক, জয়ের অপেক্ষা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১০:৫৯

রাব্বির অভিষেক, জয়ের অপেক্ষা

ছবি: সংগৃহীত

ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হলো ইয়াসির আলী রাব্বির। রাব্বির অভিষেক হলেও অপেক্ষা বাড়ল মাহমুদুল হাসান জয়ের।

২০১৯ সাল থেকে বাংলাদেশ দলের সঙ্গে আছেন রাব্বি। সুযোগ পেয়েছেন তিন ফরম্যাটের মূল স্কোয়াডে। তবে কোনো এক অজানা কারণে বারবারই উপেক্ষিত হতে হচ্ছিল। অবশেষে অভিষেক হয়ে গেল এই তরুণের।

রাব্বির অভিষেকের দিনে অপেক্ষায় থাকতে হলো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়কে।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের মতো পাকিস্তান দলেও অভিষেক হয়েছে একজনের। সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক।

বাংলাদেশ একাদশ

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫