Logo
×

Follow Us

ক্রিকেট

আল্লাহ সহায়তায় ভারতকে হারিয়েছিলাম: বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ২০:৫৮

আল্লাহ সহায়তায় ভারতকে হারিয়েছিলাম: বাবর

বাবর আজম

ভারত-পাকিস্তান বৈরিতার ইতিহাস অনেক দিনের। তবু বিশ্বকাপ এলেই যেন পরিসংখ্যান ছিল কেবল ভারতের দখলে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ইতিহাস বদলে দিয়েছে বাবর আজমের পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কেবল হারায়নি, ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিলেন বাবররা। 

সেই জয়ের জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানালেন পাক অধিনায়ক। জানালেন তার সহায়তাতেই ইতিহাস বদলে দিতে পেরেছে পাকিস্তান।

সেই ম্যাচের শুরু থেকেই কোণঠাসা ছিল ভারত। শাহিন শাহ আফ্রিদির শুরুর তোপ কোনোক্রমে সামলালেও ২০ ওভার শেষে পাকিস্তানকে দলটি দেয় কেবল ১৫২ রানের লক্ষ্য। জবাবে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের দৃঢ় ব্যাটিংয়ে এই লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই তাড়া করে ফেলে পাকিস্তান।

সম্প্রতি পিসিবির এক ইউটিউব পডকাস্টে সেই ম্যাচের অনুভূতিই বর্ণনা করছিলেন পাক অধিনায়ক। তিনি বলেন, ‘সে মুহূর্তটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অতীত রেকর্ড নিয়ে ভাবিইনি, বর্তমান নিয়েই যত ভাবনা ছিল আমাদের। সে ম্যাচটা যেভাবে শুরু করেছিলাম, যেভাবে শেষ করেছিলাম, যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, তা অসাধারণ।’

এরপরই স্রষ্টাকে ধন্যবাদ জানালেন তিনি। বললেন, ‘ভারতের বিপক্ষে এর আগে কোনো বিশ্বকাপে আমাদের কোনো দলই কখনো জিততে পারেনি। আল্লাহ আমাদের সহায় ছিলেন সেদিন। তার সহায়তাতেই সেই ইতিহাসটা বদলে দিতে পেরেছিলাম আমরা।’

সেই ম্যাচে জয়ের পর গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছিল পাকিস্তান। তবে সেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় দলটি। সেই হার থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাচ্ছেন বাবর। বললেন, ‘আমরা ভালো চেষ্টাই করেছি। বিশ্বকাপে দাপট দেখিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমরা দলগতভাবেই ভুল করেছ। কিন্তু এ থেকে আমাদের শিখতে হবে আমাদের। আর এর চেয়েও ভালো পারফর্ম্যান্স উপহার দিতে হবে পরের বার।’

তবে বাবররা সেই ভুল শুধরে নেবার সুযোগটা চলতি বছরই পাচ্ছেন আবার। যে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পাকিস্তান, সেই অস্ট্রেলিয়ার মাটিতেই হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫