স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ এএম
আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ এএম
সিরিজ নির্ধারনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুরুতে বিপর্যয়ে পড়েও এসেছে দারুণ জয়। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১টায়।
তামিম ইকবালের দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দলই মাঠে নামাচ্ছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রাখার ভাবনা থেকেই এ সিদ্ধান্ত।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিষয় : বাংলাদেশ আফগানিস্তান
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh