সাউথ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় ইয়াসির আলি রাব্বি ও মুশফিকুর রহিমের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। পোর্ট এলিজাবেথে তৃতীয় প্রথম ঘণ্টা উইকেটশূন্য থাকার পর পানি বিরতির পর সাজঘরে ফিরে গেছেন ইয়াসির আলি রাব্বি। এরপর রাব্বির সঙ্গি মুশফিকুর রহিমও ক্রিজে থিতু হতে পারেননি। ৬৯তম ওভারে বোল্ড হয়ে সাঁজঘরে ফেরেন তিনি।
এর ফলে ১৯২ রানে পতন ঘটেছ বাংলাদেশের ষষ্ঠ উইকেটের। মাঠ ছাড়ার আগে রাব্বির ব্যাট থেকে এসেছে ৪৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭০ ওভার শেষে ৭ উইকেটে ২১০ রান।
আজ রবিবার (১০ এপ্রিল) শুরুতে মারকুটে ভূমিকায় অবতীর্ণ হলেও ধীরে ধীরে ইনিংসের দায়িত্ব কাঁধে নেন মুশফিক ও রাব্বি। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে গড়েন ৫০ রানের জুটি।
ম্যাচের ৬০তম ওভারে কেশভ মহারাজের শিকার হয়ে ৪৬ রানে মাঠ ছাড়েন ইয়াসির রাব্বি। আর তাতে ভাঙে ৭০ রানের জুটি। এরপর লাঞ্চ ব্রেকের আগের ওভারে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে সাঁজঘরে ফেরেন মুশফিকুর রহিম।
এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিন খেলা শুরু হতে মিনিট বিশেক দেরি হয়। ভেজা কন্ডিশনে অলিভিয়ের-মহারাজদের সামলে ব্যাট করেন অভিজ্ঞ মুশফিক ও তরুণ ইয়াসির।
দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে ১৩৯ রান তুলতেই পাঁচ টপ অর্ডারকে হারায় বাংলাদেশ। সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হয়।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh